তবু তোমারে দেব না ভুলিতে

লিখেছেন লিখেছেন নতুন মস ২৮ আগস্ট, ২০১৩, ০৯:৩৮:০১ রাত

সেদিন তীব্র

শারিরীক যন্ত্রণায়

মানসিক অস্থিরতায়....

অবলা শিশুটিকে

কোলে নিয়ে

অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি

হঠাত্‍,

অঝোর ধারায় চোখের বাঁধ ভেঙ্গে

গড়িয়ে পড়ল

ফোঁটা ফোঁটা নোনা সাগরের জল....

ছোট্ট কচি হাতের আঙ্গুল ছুঁয়ে ফেলে

খুব মনোযোগ দিয়ে সেই

চিকচিক করা জল কণিকা

আগ্রহ নিয়ে দেখছে

আবার আপন মনে খেলছে অভিমানী কণ্যা।

আজ হল কি

ওর ইচ্ছে কাঁচের মগ নিবে

আমিও ওর হাতে দিয়ে দিলাম

বাচ্চাদের অদম্য কৌতুহল দমন করতে হয়না।

বাছা ধন

মেঝেতে শুধু

একটা বারি দিনের

কাঁচের খন্ড খন্ড টুকরোর মত

স্বপ্নগুলো এমনি এমনি

মায়া জালে বন্দি হয়ে

ভাঙ্গা গড়ার

আমাদের স্বপ্ন সাজায়।

(নতুন মস

মায়া হচ্ছে সেই কষ্ট যা লাঘব করা খুব কঠিন।

আমারে ছাড়িয়া সক্কলেই চলিয়া যাচ্ছে।তাসনিমও সামনের মাসে চলে;-(....)

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File