জলকণিকার কাঁচের ক্যানভাস

লিখেছেন লিখেছেন নতুন মস ২৭ আগস্ট, ২০১৩, ০৯:০৩:০৪ সকাল

শূণ্যে ভাসমান

জীবন,

সত্য সুন্দর

সরল পথ।

কচুরী পানায়

জল কণিকাদের আবাস!!

স্বল্প সময় জুড়ে,

বেঁচে থাকা

জীবনকে ভালবেসে।

পৃথিবী ছবি আঁকে

সাদা-কাল...

রং তুলির ছোঁয়ায়

শৈল্পিক হ্দয়ে

কাব্য সাজাই আমরা...

ছবি আঁকি

জেগে ওঠে

রঙ্গে বেরঙ্গের

জীবন্ত ছবি।

উদার দৃষ্টি

যখন ক্লান্ত,

তখন ভ্রান্ত স্বপ্নে

ভোগে মনের ভুবন...

সৃষ্টির দিকে চেয়ে থাকা...

আপন হৃদয়ে ছন্দ খুঁজা,

অবিরাম বৃষ্টি ধারা

ঝরছে সকাল বেলা।

সবুজ ঘাসের ডগায়

বিন্দু বিন্দু পানির ফোঁটা

আর ঘামে ভেজা....

কাঁচের দেওয়ালের ক্যানভাসে

হাতের স্পর্শে এঁকে যাই ছবি

কিন্তু ভেবে রাখি

যাবে মিশে

এই বুঝি।

(নতুন মস)

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File