জ্বর ও তাহার ইতিবৃত্ত
লিখেছেন লিখেছেন নতুন মস ২৬ আগস্ট, ২০১৩, ০৫:১৫:২৯ সকাল
জ্বরঃ
শরীরের এক ধরণের ভাইরাস রক্তে যদি টুক করে ডুকে পরে,তারপর শ্বেতরক্ত কণিকাদের সাথে যুদ্ধ করে ।এক পর্যায়ে শ্বেতকণিকাদের হারিয়ে দিয়ে দাপটের সাথে রক্তে অবস্থান করে
ফলে ধীরে ধীরে জ্বর হয়
পা থেকে মাথা পর্যন্ত।এবার মিশন শুরু হয়-
যা মাংসকে সিদ্ধ করতে থাকে আর প্রচন্ড জ্বরে হাড় বাবাজি অতিষ্ঠ হয়ে ব্যাথা অনুভূতি বোধ করে।এই ব্যাখ্যা কতটুকু যৌক্তিক জানি না।অনেকে বলে জ্বর হচ্ছে জাহান্নামের আগুন।দীর্ঘ দিন আসেন নি সাম্প্রতিক বেড়াতে আসছে।
বাসার ছোট্ট বুড়ি থেকে শুরু করে বড় বুড়ি সবাই আক্রান্ত।কি চমত্কার জ্বরেরা ও সামাজিক একা কাউকে বিরক্ত করতে আসে না।
ঘরময় হসপিটাল হসপিটাল ঘ্রাণ আনন্দের বিষয়ই রোগীরাই রোগীদের সেবা দিতে পারে।
সবচেয়ে বেদনাদায়ক অনুভূতি হচ্ছে, ঘরের গৃহিনী যদি অসুস্থ হয়ে পড়েন।তখন পরিবারের সদস্যরা মরুভূমিতে মরিচিকা দেখে শুরু করে .তখন একটাই ইচ্ছে জাগে মনেঃ রান্না ঘরকে যদি বোমা মেরে উড়িয়ে দেওয়া যেত তবে ভাল হত।মেহমান ঘরে আসলে নাকি তিন দিন খুব ভাল ভাবে সেবা যত্ন করতে হয় কিন্তু জ্বর নামক দামী মেহমান এক হপ্তা থেকেও বিদায় নিতে চায় না।
আওয়ামীলীগ সরকারের মত পাঁচ বছর থাকার পর আর থাকতে চায়।থাক বাবা আমরা ত মিশর না যে স্বৈরশাসনের বিরূদ্ধে জান দিয়ে লড়াই করব ।নাপা এক্সট্টা ছাড়া আর ভরসা নেই অর্থাত নিরব প্রতিবাদ ছাড়া কি আর করতে পারি আমরা।তবে হসপিটালে সাথেও একটা নিবির সম্পর্ক জীবনে থাকা দরকার।হসপিটাল জীবনের অপরিহার্য অঙ্গ।ডাক্তার আর রোগী ফোনালাপঃ
রোগীঃআসসালামু আলাইকুম
ডাক্তারঃওয়ালাইকুম সালাম। জ্বর কত?
রোগীঃ১০৩.৫।
ডাক্তারঃএত উঠল কিভাবে?
রোগীঃটেরই পাইনি।
ডাক্তারঃমানুষ কিভাবে এত উদাসীন হয় নিজের ব্যাপারে (রাগ উঠতে শুরু করেছেন)
রোগীঃনা আসলে খারাপ লাগছিল তখন বুঝতে পারলাম?
ডাক্তারঃতোমার আম্মুকে যখন খাওয়াছ তখন জ্বর কত ছিল?
রোগীঃজ্বর না দেখেই ওষধ খাওয়াচ্ছি।
ডাক্তারঃএবার সত্যি সত্যি ক্ষেপে গেছেন ডাক্তার।ফোন কেটে দিলেন।
টার্গেট সাকসেসফুল।ডাক্তাররা যদি ২০টি ওয়ার্ড বলে ১৫টিই হচ্ছে উপদেশ।জ্বর কত প্রকার এবং কি কি হাড়ে হাড়ে টের পাচ্ছি?সুতরাং কিছুই করার নেই।যেহেতু অসুস্থতা একটা নিয়ামত।সুতরাং আনন্দের সাথে ইহাকে উপভোগ করুন।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন