আলোয় ভাসে ভাসমান ঠিকানা...
লিখেছেন লিখেছেন নতুন মস ২৩ আগস্ট, ২০১৩, ০৫:৩২:৪৭ সকাল
কিছুক ক্ষণ,
খোলা প্রান্তর...
খোলা ডোর...
প্রত্যাশা দিন শুরু ।
এই ত একটু আগেই
চাঁদের আলোয়
ধুয়ে যাচ্ছিল পৃথিবী।
আকাশ হারায় চাঁদ
মেঘেদের দেশে।
না পড়া
বইয়ের পাতার মত
শুরু হতে যাচ্ছে আরেকটি দিন।
গতকালের পাতাটি
হারিয়ে গিয়েছে কৃষ্ণগহ্বরের বেশে
ফিরবে না...
ক্ষণিকের স্বপ্ন
শেষ হবে একদিন।
বহু দুর.....
ছুটে চলা
ঐ সীমানা পেয়িরে
হাজারও ক্রোশ দুরে
ভাসমান ঠিকানা
দুয়ারে দাড়িয়ে
তোমাদের সন্ধানে....
আসমান থেকে হুকুম এলেই
চির বিদায়ের ঘন্টা বাজবে
দুয়ারে দাড়িয়ে
তোমাদের আজ
ভাসমান ঠিকানা....
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন