শরতের আকাশ দেখি....
লিখেছেন লিখেছেন নতুন মস ২০ আগস্ট, ২০১৩, ১১:৫৩:৪৫ সকাল
শরতের আকাশ হবে নীলসে সাদা।
নিরব সুরের মুক্ত হাওয়ায়
ঢেউ খেলানো মেঘের ভেলা...
বাতাসে কাঁশফুলদের কমল ছোঁয়ায়
ধুসর সাদা রেণুর মেলা...
শিউলী কামিনী ফুলের সুভাসে
ভরিয়ে আছে এই চারিধার...
লাল পদ্মে পুকুর-নদী
সেজেছে এক অপূর্ব সাজ।
সবুজরা ত ঢেকে দিয়েছে
পাখিদের নতুন ঘর...
শরত্ এর আকাশ হবে নীলসে সাদা।
নিরিবিলি
প্রকৃতির গম্ভীরতা,
স্নিগ্ধতা,
শরতের স্বপ্নগুলো উদার উদার
নয়ন কাড়া....
বেশ
শরতের আকাশ হবে নীলসে সাদা।
{নতুন মস
আশ্চার্য! প্রকৃত সাজে নানান ছায়ায়}
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন