নির্ভিক নওজোয়ান

লিখেছেন লিখেছেন নতুন মস ১৬ আগস্ট, ২০১৩, ০৩:৫৮:৩৩ রাত

লাল ফোঁটা রক্তে

রঞ্জিত যার হাত, জালিমের জারি গান

গায় সে দিন রাত,

জেগে ওঠে জাগরণ মিছিলের হাক ডাক,

কেঁপে ওঠে নাস্তিক.. জালিমের দুই হাত | ঈমানের অপরূপ

লালে লার প্রান্তর

ফুটন্ত গোলাপভরা শাপলাচত্বর,

গোলাপি রাজপথে

নির্ভিক নওজোয়ান, তাকওয়ার সাজে আজ সজ্জিত জনগণ|

কোরআনের আলো যেন ওমর, আলী,

শহীদে ভরপুর পৃথিবী খানি

আলো ভরা চারিদিক আজানের ধ্বনি।

লেখক-

শাহাজাদা রফিকুল ইসলাম

[(নতুন মসের আব্বা লিখেছেন

অনেক অনেক বছর পর

খুব খুশির ইমো:-))

Happiness comes of the capacity to feel deeply

to enjoy simply

to risk life to be need.

By storm jameson]

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File