আমিও গল্প হব.... প্রতীক্ষায়।
লিখেছেন লিখেছেন নতুন মস ১১ আগস্ট, ২০১৩, ০৩:৩১:৫৭ রাত
গোরস্থান..
এক অদ্ভুত...
বড় রহস্যে ঢাকা চারিধার।
গাছগাছালি
আর
চার দেয়ালের বেড়ার ঘরে আত্নাহীন দেহদের
নিয়ে ঘেরা
শান্ত আর নিরিবিলি স্থান।
বছরের পর বছর...
আমার দাদা,
দাদার দাদা,
তার দাদারা ঘুমিয়ে রয়<<<
কত কাল জুড়ে
হিসাবের কোন ঘড়ি নাই...
মাটিতে মিলিয়ে রয়েছে
জীবন্ত জীবনের
কত শত গল্প,
কত হাসি, কান্না, আবেগ, রাগ, মান-অভিমান,
ভালবাসাদের ছন্দ....
তা ত অজানা...
এই ত সেদিনও ছিল
সেই সব
রং বেরঙ্গের
ঘুড়িগুলো....
নীলসে আসমানে
স্মৃতি আর স্বপ্নে
উড়ো উড়ো।
মুহূর্ত্বে হারিয়ে
দুনিয়াকে বিদায় জানায়
নিয়তির চক্রে
যেতে হয় চলে।
দিন ফুরোবে রাত হবে,
আঁধার পেরিয়ে
আলো জ্বালবে
হারিয়ে যাচ্ছে
ক্ষণস্থায়ী জীবন এভাবেই.....
রেখে যায়,
লিখা রয়,
জীবন ইতিহাস।
আমিও গল্প হব...
প্রতিক্ষায়।
রংপুর
বিষয়: বিবিধ
৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন