নতুন দিক দিগন্ত

লিখেছেন লিখেছেন নতুন মস ১০ আগস্ট, ২০১৩, ০৭:৫৬:০২ সন্ধ্যা

অনুভূতিতে

উত্‍সব উত্‍সব আমেজ লেগেছে...

প্রকৃতি সেজেছে

রং বেরঙ্গের পোশাক,

বাহারি মেন্দীর নকশার রং,

সুগন্ধির

তিব্বত আতরের মৌ মৌ ঘ্রাণে...

চারিদিক মেতেছে আপন ঢং এ...

অভিজাত্য ছন্দে

নানান সুর,ধ্বনি, গানে।

শিশুদের মাতাল নৃত্যে

মনে প্রাণে

ঢেউ খেলা ছন্দে আনন্দে

মেতে উঠেছে উত্‍সব।

দিন শেষে তবুও

ক্লান্তিরা হানাদায়

এক রাশ...

ভাবে ভাবখানা

দুনিয়ায় প্রশান্তিরা বুজি শেষ বিকেলে

ফুরিয়ে গেল আধারের বেশে....

রমযানের

রহমত বরকত নাজাতের সময় ফুরিয়েছে,

মুক্ত হয়েছে শয়তান,

দিন রাতের নিষ্ঠাবান ব্যক্তিরা

অপরাধে বন্দি কারাগারে আবার ডুকল,

তবে

রবের প্রার্থনাতে

এক মাসের সামান্য চেষ্টারত

যাদের অন্তরের দোয়াগুলো কবুল হল,

সারা বছর ধরে মুক্তির পথ

পেয়ে যাবে

শুধু তারা হয়তবা...

প্রশিক্ষণের মাস ত শেষ?

আছি বেশ...

জানি না

কিছু পেলাম কিনা...

তবুও ভাল ভাবে

কেটে যাক,

আলো আধারের

নতুন দিক দিগন্ত।

নতুন মস....

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File