"মানসিক রোগীদের খোঁচা মেরে কথা বলা নিষেধ"
লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ আগস্ট, ২০১৩, ০৮:৩৬:০৪ রাত
প্রচন্ড জোরে তুফান সৃষ্টি করব আমি...
ঝড় থাকবে,
বৃষ্টি থাকবে,
আর
থাকবে তুফান!
সব ধুয়ে মুছে ছাপ করে প্রকৃতি সুন্দর হবে।
যদিও ঝড় তুফানে প্রকৃতি সুন্দর হয় না
অনেক ধ্বংস হয়
প্রচুর ক্ষতি হয়
জানের ক্ষতি হয়
ক্ষতি হয় সম্পদের
ভেঙ্গে চুড়ে ছারখার হয় অনেকের সুন্দর সাজানো ঘর সংসার।
সবই প্রাকৃতিক দূযোর্গ সবই ত নাকি।
কিন্তু যে ছেলেটা ড্রাগের নেশায় আর বিষণ্নতায় তিলে তিলে মরছে তার পৃথিবীতে কে আলো জ্বালাবে....
যে নারী জামাই এর অত্যাচারের শিকার হয়ে কুড়ে কুড়ে মরছে তার সহায়ক কে হবে।
যে ভাই ভাইয়ের ধ্বংস নেশা জুয়া রাজ্য থেকে বের করে আনতে
টানতে টানতে নিজের ঘর বাড়ি বিক্রি করে ভাইকে হাজার টাকার অন্যায় কেস থেকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা চালাচ্ছে
একটু সত্ পথে ভাইকে আনার প্রত্যাশায়
ঐ ভাইয়ের ভালো উদ্দোগের পাশে কে দাড়াবে কে।
মানুষ আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে অন্যের দিকে নিয়ে খোঁচা দেয় ।
দেয় কষ্ট
মানুষ কি পিশাচ।
ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করার মত আমার কাছে কোন অস্ত্র নেই
নেই কোন মন্ত্র।
তবে আল্লাহর কাছে শুধু এতটুকু ফরিয়াদ করি
ফিরে আসুক মানুষ
সুস্থ আর স্বাভাবিক জীবনের পথে।
নতুন মস
খোঁচা মেরে কথা বলা নিষেধ
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন