ফুটন্ত গোলাপ ফুটবে শূন্য জীবনে

লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ আগস্ট, ২০১৩, ০৫:৩১:৩৩ বিকাল

শূন্য জীবন...

গোলাপ ফুলের ঘ্রাণ

ছড়িয়ে পড়েনি আজও...

বাগান জুড়ে।

অগণিত আগাছা

আর

অজস্র ভুলের স্রোতে

মুমূর্ষ অবস্থা

প্রতিটি গাছের

ফুটন্ত গোলাপ ফোটেনা তাই।

আগামী বসন্তের স্বপ্নে বিভোর

দুটি চোখ

পলকহীন তাকিয়ে রই...

কোকিলের ডাক আসে

কুহু কুহু

দুর দেশ থেকে

পৃথিবীর ঐ কোণে...

ক্ষণে ক্ষণে কেটে যায় সীমাহীন সময়।

তবে

আগামী বসন্তের ভাবনারা অনিশ্চিত যাত্রার পথে আমার...

তাই পরিকল্পনারা হানা দেয় না মোটেই

আমার কল্পনায়

চেতনারা শুধু ঘুম আর ঘুম

অতঃপর

এভাবেই বাগান সাজানো হল না

সময় ফুরিয়ে

ফুটলনা কোন গোলাপ।

[(নতুন মস)

লিখলাম কি আনন্দ??

আজকের দিনটা অনেক বড়

শেষেই হচ্ছে না!]

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File