বৃষ্টি হচ্ছে..,
লিখেছেন লিখেছেন নতুন মস ০৩ আগস্ট, ২০১৩, ০৮:১৮:১১ রাত
বাতাসে শোধা মাটির ঘ্রাণ
বৃষ্টিরা এল
ঝমঝমিয়ে মেঘকণাদের গান
বৃষ্টিরা এল
গাছগাছালি ফিরে পেল প্রাণ
বৃষ্টিরা এল
রাতের আকাশের তারারা দিল ডুব
বৃষ্টিরা এল
হিমেল হাওয়ার ছন্দমাখা ঢেউ
বৃষ্টিরা এল
দালান কোটারা সব নিরবে ভেজে
দেখেনা তাদের কেউ
বৃষ্টিরা এল
গ্রাম্য মাঠে কাদা মাখা ভিজে একাকার কেউ
বৃষ্টিরা এল
কাকভেজা কোন ভোর।
নতুন মস
বৃষ্টি হচ্ছে..,
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন