ঝুলন্ত তারে ঝুলন্ত স্বাধীনতা
লিখেছেন লিখেছেন নতুন মস ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৫:২৪ সকাল
বেলকুনির ফোঁকর দিয়ে তাকিয়ে থাকা___
দূরে ঝুলন্ত তার...
বাধা লাল সবুজ
পতাকা!
আজ ঝুলন্ত তারে
ঝুলন্ত স্বাধীনতা।
ফাঁকা রাস্তা
শূণ্য আবেগ...
নিরব তাঁরা কথা বলে
একা একা।
দূরে বহু দূরে
কাঁচের জানালা...
ল্যাম্প পোষ্ট
কাঁচে লাইটের প্রতিফলন।
আঁকে প্রতিবিম্ব ...
সব মরা বিবেকের
উজ্জল দেহ বরণ।
সত্য কোন কিছু নয়।
পদধ্বনি ভেসে আসে...
ঐ যে আকাশ
জমিন
একাকার...
পদধ্বনি ভেসে আসে
তোমার আমার।
মানুষ কোন প্রাণী নয়,
ভেসে বেড়ায়
ছায়া মায়া ঢেকে রয়।
ভারি বোঝা বহন
করা
এতটা সোজা নয়।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন