প্রভু তোমায় ভালবাসি

লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ জুলাই, ২০১৩, ০৫:৪৯:২৫ সকাল

আধার পেরিয়ে

মায়াবী ঐ

আলো এল...

ঐ দুর,

প্রান্ত থেকে

প্রভাত ফেরির

সুবহে সাদিকের আলো এল।

বিলালে আযান শুনে

হৃদয় জুড়ায়

তোমার আমার....

সীমাহীন আসমান

নীলছে সাদা

মেঘকণার ভেলার ফাঁকে

সূর্য...

তিনি উঁকি দিলেন,

মুহুমুহু হিমেল হাওয়া

সুরেলা পাখপাখালির

কন্ঠ থেকে ঠোঁটের আগায়

ছন্দ আসে...

নিদারুণ প্রকৃতির মাঝে

সেই ছন্দে

কচি সবুজ পাতারা দোল খায়

আপন মনে....

আত্নারা সব ফিরে পায়

জীবনের আলো...

বেঁচে আছি

এক অঢেল শক্তি

জানিয়ে দিল।

সৃষ্টিকে ভালবেসে অন্তরে সৃষ্টিকর্তার স্বরণে

দেহমন সিজদায় লুটাই

বারে বারে।

সত্যি কি নিদারুণ সুন্দর

বলি আবার

প্রভু তোমায় ভালবাসি।

নতুন মস

আলহামদুলিল্লাহ

বেঁচে আছি।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File