আসমানিদের জলকণা
লিখেছেন লিখেছেন নতুন মস ২৮ জুলাই, ২০১৩, ০৪:৫০:৫৯ বিকাল
টুপ টুপ ফোঁটা ফোঁটা
ঝরছে....
আকাশ ফেরি
বৃষ্টি ঝরা
দেখার মত দেখা চাই।
মেঘকণাদের দ্রুতগামী
উড়ন্ত ঢেউ
ধরতে হলে তীব্র গতি দৃষ্টি চাই।
রিমঝিম রিমঝিম
অবিরাম ঝরছে...
মুক্ত মনগুলো তাই আকাশে উড়ছে।
শব্দহীন বৃষ্টিরা
সুর সাজায় ব্যস্ত...
গাছের পাতায়,
টিনের চালে,
ফাঁকা মাঠের
খোলা প্রান্তরে,
টুপ টাপ টুপ
সুরেলা শব্দে
ঝর্ণা থেকে বৃষ্টি ঝরে।
ঘনকালো মেঘ সরিয়ে
জলকণারা ঝরুক
সকাল সাঝে।
নতুন মস
প্রাকৃতিক নির্দেশনাদির মাঝেই রয়েছে সৃষ্টিকর্তাকে স্বরণ করার সকল উপাদান।
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন