শততম পোষ্টে আমি "কেন" প্রশ্নের উত্তর খুঁজি

লিখেছেন লিখেছেন নতুন মস ২৮ জুলাই, ২০১৩, ০৩:১৭:০৯ রাত

শততম পোষ্টে আমি

"কেন"

প্রশ্নের উত্তর খুঁজছি

কেন পৃথিবীতে

ঝড়েরা হানা দেয়?

কেন কালিমায়

ডুব দেয় জগত ভুমি?

কেন কালো মেঘ

আকাশকে ঢেকে দেয়?

কেন সত্যরা ডুব দিয়ে

মিথ্যারা উঁকি দেয়?

কেন দোয়াতের কলমে

কালি নেই?

কেন অহেতুক লেখা আমি লিখে যাই?

কেন বৃষ্টির ফোঁটারা

প্রকৃতি সাজায়?

কেন বিনা দোষে

মানুষের চোখে জল?

কেন ভোর আসে ধরণীতে আপন আলোয়?

কেন সততা

ডুব দেয় আধার কালোয়?

কেন পাখিদের কন্ঠে

সুরেলা সুর?

কেন আমাদের সমাজে পশুদের ভীর?

কেন শিক্ষিতদের বইয়ের পাতায় ইতিহাস লেখা?

কেন অশ্লীল প্রবৃত্তি পুজোয় আবদ্ধ আমরা?

কেন নৈতিকতা উপদেশ পড়া শেষ হয় না?

কেন চরিত্রহীন মানুষরা সমাজ থেকে যায় না?

কেন চাঁদের আলো লুকায়িত থাকে না?

কেন সত্‍ কাজ সর্বদা লুকিয়ে করা চাই?

কেন রক্তচূড়ার লাল রং সৌন্দর্য ছড়িয়ে দেয়?

কেন জিহাদের মাঠ হয় শহীদের রক্তে লাল?

কেন ভালবাসারা শুধু থাকে এক শ্রেনীর মানুষের?

কেন পবিত্রতা মরে যায় নফসের আঘাতে?

কেন মৃত্যুরা এসে যায় কাফনের কাপড়ে?

কেন ভয় নাই মরণের

নিলর্জ্জ বাঁচার আশা?

কেন জীবিতরা স্বার্থপর দুনিয়ার বাঁচতে?

কেন পরকাল ভাবনা থাকে না হৃদয়ে?

কেন আলোর প্রদ্বীপে অন্ধকার হারিয়ে যায়?

কেন নিভু

বিবেকেআলো নেই মানুষের?

শত শত কেন আছে

শত শত শূন্যতা

একবার মত্যু এলেই

জীবন আর পাব না।

নতুন মস

সেহেরীঃ৩.১৫

শততম পোষ্ট একটা কথা নতুন মসের জন্ম পৃথিবীতে শুরু একবারই হয়ত একবারের মত্যুই এই অধ্যায়ের শেষ সুর সুতরাং

এখানে কোন কেনই নেই।

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File