লেবাসধারী ভন্ড আমিনুল ইসলাম
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২২:৩০ রাত
শিয়াল ডাকে হুক্ক হুয়া
হুক্কা হুয়া হু
জাফর মিয়া মীর জাফর এর
মুখে ছিটাও থু।
বাম নাচে আর রাম নাচে আর
নাচে চুন্নী সাহা
ঢোলের সাথে তাল মিলিয়ে নাচে শফি কাহা।
অকাম কুকাম সবই চলে
এখন শাহবাগে
টায়ার ফাঁটা শব্দ শুনে
জানের ভয়ে ভাগে।
গাঁজার টানে দম নিয়েও
ধরে না আর নেশা
ভন্ড ওরা লেবাস ধারী ধান্ধাবাজী পেশা।
বাঁশের লাঠি নিয়ে চলো
শাহবাগে যাই
সবাই মিলে আওয়াজ তুলে
ভন্ডদের তাড়াই।
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন