কোলাহল শূন্য ছায়াঘন পথ খুঁজছি

লিখেছেন লিখেছেন নতুন মস ২৫ জুলাই, ২০১৩, ০৫:২৯:৫১ বিকাল

পড়ন্ত বিকেল বেলা

আগমন ঘটছে

তপ্ত দুপুর

প্রচন্ড গরমে

খা খা প্রান্তরে দাড়িয়ে

ঘামেরা ঝরেছে ত ঝরেছে...

স্নিগ্দ্ধ বাতাসে

ক্লান্তিরা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে...

শুকে কাঠ কন্ঠ নালির মধ্য দিয়ে

এক ঢোক পানির

তৃপ্তির স্বাদ খুঁজছে

তবুও সংযম ধরে রাখছি

রহমতে দানা খুঁজছি....

তীব্র যানজট

নীল সাদা আকাশে

সূর্য খেলা করে

প্রকৃতিতে রং মিশ্রিত রশ্মি ছড়াচ্ছে

আলোয় আলোকিত পথ হারাচ্ছে...

ছন্দহারা

পথ ভুলানো পথিকেরা ছায়া খুঁজে

দিশেহারা,

অপূর্ব মায়া

শান্ত শান্ত

ঝুম বৃষ্টি ধারায়

কোলাহল শূন্য

নিঃশব্দ রাস্তা খুঁজছে

মন,

দিগন্ত পেরিয়ে

হেটে হেটে

আঁকা বাকা

মেঠো পথ ধরে

হেটে চলা

সবুজের ঢেউ খেলানোর দোলা,

তিলে তিলে

ধীরে ধীরে

দীর্ঘ স্বপ্ন বুনছে

একে একে ছুটিরা ছুটছে।

নতুন মস

(গ্রাম একটা কথা

"রোযা লাগছে"

এই বাক্যের ব্যাখ্যা আমার বুঝে আছে না তবে....)

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File