দুরন্ত পথিকের স্বপ্ন
লিখেছেন লিখেছেন নতুন মস ২২ জুলাই, ২০১৩, ১১:১১:২৪ রাত
সময়
তুই ত
নির্দিষ্ট নিয়ম নীতিতে বাধা,
কিন্তু আমি উল্টো পথের
মেঠো পথ দিয়ে হাটা
দুরন্ত পথিক,
পৃথিবীর
মৃত উপত্যকায়
আমার চলার অনুপ্রেরণা।
দারিদ্র,শোষিত ,অত্যাচারিতদের
সত্য অনুভূতি
আমাকেও ভাবায়,
তবে আমিও
অবিচল থাকি
বিলাসবহুল দুনিয়াবী আকাঙ্খায়।
আমি চাকর হব...
টাকা কামাবো
স্বপ্ন সাজাব
সুখ আর সুখের।
তীব্র শীতে,বৃষ্টিতে
অন্যায় অত্যাচারে,
ওরা অত্যাচারিত হবে..
আমি তাকিয়ে তাকিয়ে
দেখব....
বলল আল্লাহর সৃষ্টি
আল্লাহ দেখবেন।
দ্বায়িত্ব শেষ...
সত্যি কি শেষ?
মানুষের দ্বায়িত্ব কি এত সহজে শেষ হয়?
জেগে ওঠ
সবুজের বাগিচারা
জেগে ওঠ
বিদ্রোহী পাখিরা।
বিন্দু বিন্দু আবেগ কাজে লাগিয়ে
জেগে ওঠ।
এই আবেগকে জাগাতে
পারলে
সুপ্ত হ্দয়ে আলো ডুকবে।
সৃষ্টির্কতার দেয়া জীবন আমার
বড় একটা নিয়ামত।
এ সত্য স্বপ্ন নিয়ে
পথ কি চলতে পাবর।
({নতুন মস
রাতঃ ১১..০০}
ঘুমন্ত শহর,
নিঃশ্চুপ নগরীতে
নিথর পরে থাকা
দেহের রূহরা
নিরবে কাঁদে।)
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন