সেদিন সবাই তোমায় ভালবাসবে

লিখেছেন লিখেছেন নতুন মস ১৬ জুলাই, ২০১৩, ০৫:৩৬:০৩ বিকাল

চোখের এক কোণে

অশ্রু বিন্দুরা

বার বার হানা দেয়।

জান

তোমার মত বৃদ্ধা ব্যক্তিদের দেখলে আমার দাদার কথা মনে পড়ে

যাকে আমি ভালবাসি আজও।

সত্যের পথে অটল

দাড়িয়ে থাকা এক উজ্জল নক্ষত্র তুমি

কোন অন্যায়ে মাথানত করনি এত বৃদ্ধ হয়েও তুমি।

অটল এবং দৃঢ় বিশ্বাস

ঈমানী শক্তি জোরে

তুমি ব্যক্তিত্বের সাথে দাড়িয়ে আছ।

আচ্ছা চাইলে ত তুমি অন্য দেশের নাগরিকত্ব নিয়ে

এদেশ ছেড়ে চলে যেতে পারতে।

আরাম আয়েশে থাকতে পারতে।

তবু তুমি যাওনি

জন্মভূমি আর এই মাটির মানুষকে ভালবেসে।

তোমাকে অনেকেই ভালবাসেনা

কিভাবে বাসবে বল

তোমার মত ত তারা আখিরাতের কথা ভাবেনা।

ভাবে না মৃত্যুর পর আরেকটি জগতের কথা।

তাদের জীবন একটা নিঃশ্বাসে সীমাবদ্ধ।

সব চাওয়া পাওয়ার হিসেব তাই দুনিয়াতে শেষ করতে চায়।

তোমাকে আমি দেখিনি কখন

বলা হয়নি কোন কথাও।

তোমার ছবি দেখলেই আমার দাদার কথা মনে পড়ে।

মনে পড়ে তোমার প্রতি তার গভীর শ্রদ্ধার কথা।

তোমার জীবন ইতিহাস তোমার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালবাসার জন্ম দেয় শত হৃদয়ে।

সত্যি এই পৃথিবীতে যুগ যুগ ধরে তোমায় মানুষ ভালবেসে যাবে দেখ।

নতুন মস

বিষয়: বিবিধ

৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File