হৃদয় জুড়ে ভালবাসা

লিখেছেন লিখেছেন নতুন মস ১৩ জুলাই, ২০১৩, ০৫:১৯:১০ বিকাল

দুর পাণে

চেয়ে দেখি

এক ঝাঁক পায়রা...

মুক্ত আকাশে তাদের

ডানা মেলার বায়না...

স্বাধীনতার চূড়া

খুঁজতে খুঁজতে আকাশে সে যে ওঠে ওরা।

উড়ে উড়ে

ঘুরে ঘুরে

রঙ্গ বেরঙ্গের ঘুড়ি দেখা।

সুরে সুরে

কন্ঠ তাদের সুর মেলানো ধ্বনিতে ঢাকা ...

পৃথিবী যেন শূন্য মরুভূমি

খা খা পৃথিবীর মাঝে

সুরেলা কন্ঠে

প্রকৃতি আবেগ খনি।

সূর্য ছড়ায় রশ্মি

কত আলোরা আলোকিত করে ভুবন

সেই ভুবনে আমার বিচরণ....

বর্ষার ঝিরি ঝিরি বৃষ্টিরা

আমার সাথে কথা কয় একা একা....

দিগন্ত ঘিরে সবুজ মাঠ

ধানের শীষে

শিশিরের ফোঁটা ফোঁটা বিন্দু

সূর্যের রশ্মির ছোয়ায়

ঝিক ঝিক করে

আমার স্বপ্ন একান্ত স্মৃতিগুলো।।

পৃথিবীকে সাজায় নানা রং নানা রূপে

স্বপ্নগুলো আমাকে সাজায়

প্রশান্তি আত্নার খোঁজে

জেগে জেগে

সকাল সাজে....

গভীর রাতে মর্মে মর্মে

চেষ্টারত হৃদয়

প্রভু তোমায় খুঁজে তাই।

এক ঝলক ভালবাসায় আশায়।

নতুন মস

আত্নারা সবর্দা প্রশান্তি খুঁজে হন্যে হয়ে সবখানে

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File