আলোর ফোয়ারা
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ জুলাই, ২০১৩, ০৪:১৯:২৩ রাত
রাতের আকাশ ভরা জাগ্রত সব তারা
চেয়ে চেয়ে রয়
আপন আত্নহারা...
ঘুমন্ত পৃথিবীতে
গাছেরা সব
সিজদাহ নত ওরা...
আঁধার কালো গুমট রাতে
নিরব নিরব
জমিনের ঘ্রাণ
আত্না হারা
মৃত দেহরা পড়ে রয়
জীবনের মায়া গোপনে গোপনে এঁকে যায়....
ঐ দুরে
চেয়ে দেখ
মিটিমিটি চুপ চাপ
আলো জ্বেলে...
জোনাকিরা জেগে রয়
রাতের নিশিতে
আপন আপন মায়ায়।
সুরে সুরে আজানের সুর
সুবহে সাদিক হল
আত্নারা একে একে সব ফিরে যেন দেহে এল
প্রশান্তি দুয়ার খোল
একটু একটু হৃদয়জুড়ে
আলোর ফোয়ারা তুমি তোল।
নতুন মস
খাতাহীন সাদা পাতার কবিতা
রংপুর
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন