সব স্বপ্ন সত্যি হয় না তবু মন মানতে চায় না

লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ জুলাই, ২০১৩, ০৭:২৫:২৭ সন্ধ্যা

সেই ক মাস ধরে

বয়ে নিয়ে চলা সন্ধ্যাকালীন

বিকাল বেলার

অপমান আর অস্থির কষ্টবোধ গুলো

আর নেই।

কতবার নিজেকে প্রশ্ন করেছি

আমি সত্য পথে আছি কি?

তোমরা কেমন আছ

কবরে ভিতর?

সর্বদা আমার মন বলে খুব ভাল আছ।

কবে আমাদের শুকনো সেগুন গাছটি কেঁটে

ফেলেছে

যান...

পুকুরটাও ত বিক্রি হয়ে গেল

সিড়ির তৈরি ঘাট বাধা পুকুরের ঘাটগুলো

ভেঙ্গে ফেলে

মৃত পুকুরে পরিণত হল

মসজিদের পাড়ের ঐ প্রিয় পুকুরটিও।

বকুল গাছটি আজও

ঐ খানে আছে

বিকেল বেলা

আমরা ফুল কুড়াতাম আর মালা গাথতাম কত?

আজ কত দিন হল

তোমাদের দেখেনি

কত গুলো গল্প কথা

সব বলব বলব বলে রেখে দিয়েছি।

আবার সন্ধ্যা নেমেছে

তোমাদের সঙ্গী হবার অপেক্ষায়

অধিক আগ্রহে বসে আছি

আমি।

নতুন মস

দাদা দাদীর স্বরণে

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File