আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো
লিখেছেন লিখেছেন নতুন মস ০৬ জুলাই, ২০১৩, ০৬:১০:০৯ সকাল
আলোরা এসে ছিল কোরআনের
হাত ধরে....
সেই আলো
তুমি কি ছুতে পাও।
তুমি কি ছুতে পাও।
মিশরের মানুষেরা আলো খুঁজে পেয়েছে..
জীবনকে করছে কোরবানী...
আমরাও কভু আর
পিছে রবো না
সত্যের আলোর পথে ছুটবই?
জীবনের আঁধারে
আর ন ডুবে থাকা
প্রদ্বীপের আলোকে জ্বালাবোই...
জীবন্ত প্রদ্বীপে
আলোকে খুঁজে পেতে
আমাদের হৃদয়ে কোরআনের ছোঁয়া
শুধু লাগবে।।
নতুন মস
মাহে রমযান মাসের মুল ফজিলত হল আল কোরআন।
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন