বাবার ভালবাসা
লিখেছেন লিখেছেন নতুন মস ২৭ জুন, ২০১৩, ১০:৪২:৩২ রাত
ব্যস্ততায় জীবন।অলস সময় মানেই ঘুম।সকাল উঠেই ক্লাসে জন্য রোদেলা সকালে ছোটা দৌড় প্রতিযোগিতা জিতে বাসে ওঠে ধৈর্য ধরে যানজট প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
দীর্ঘ সময় ধরে ক্লাস আর তপ্ত রোদ গরম
হঠাত্ ঝড় বৃষ্টি সব ফুরিয়ে যখন পড়ন্ত বিকেলে বাড়ির আসার সময় ঘনিয়ে আসে তখন এক রাশ ক্লান্তি আর না খেয়ে থাকার ফল হারে হারে টের পাওয়া যায়।
দেরী দেখে আব্বুর ফোন।
আমিঃ
আসসালামুআলাইকুম ।
আব্বুঃওয়ালাইকুম সালাম আর কতক্ষণ লাগবে মা..।
আমিঃআব্বু কাছাকাছি চলে এসেছি।আম্মুকে একটু বলিও ত স্যালাইন তৈরি করে রাখে।
বাস থেকে নেমে রিক্সা নিয়ে আসছি।গলিতে ডুকার আগে আমি অবাক।
আমার বাবা বাসে থেকে নেমে আমাকে আনতে মেইন রাস্তায় দিকে যাচ্ছে।
সত্যি কি যে আনন্দ অনুভূতি বর্ণনা করা যাবে না।আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে।
সালাম দিলাম।
রিক্সা ভাড়া দিয়ে বললেন স্যালাইন ওখানে একটা বোলতে আছে।
বুঝলাম আব্বুই স্যালাইন তৈরি করেছেন।
সন্ধ্যার পর হাফ বস্তা কিছু জিনিস নিয়ে আব্বু আমি আত্নীয় বাসায় যাচ্ছিলাম।
বেশ ভারি একা ওঠানো কষ্টকর।
তিনি একা এত গুলো সিড়ি পেরিয়ে নামালেন না বরং আমি আর আব্বু মিলেই নামালাম।
এখানে একটা বিশাল ব্যাপার আছে
তার সন্তান এখানে ছেলে মেয়ের কোন পাথক্য নেই যে তিনি স্ব ইচ্ছায় সহযোগিতা করতেই দিলেন।আমার ভাল লাগল ব্যাপার।মেয়েও গুরুত্বপূর্ণ ।
আমাদের সমাজ যেখানে পরিবার থেকেই মেয়েদেরকে এমন ভাবে পর নির্ভরশীল করে গড়ে তোলে যে মেয়েরা একা একা সঠিক সিদ্ধান্ত নিতে জানে না বা
শিখে না।কিন্তু এত শিক্ষণীয় পরিবারে থেকেও আমরা ভুল করি।যারা হেও সমাজে তাদের দশা ত আরও করুণ হওয়ার কথা।এবং সেরূপ করুণই হয় অল্প আবেগে নিজের দেহ মন সব উজার করে বিলিয়ে দেয়।যাইহোক,
বাবার সাথে দারুণ একটা জার্নি হল।
রিক্সায় উঠব আমাকেই আগে ওঠতে হবে তার পর আব্বু ওঠেন
এখানেও একটা শিক্ষণীয় দিক পেয়ে গেলাম।
আব্বুর সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম।
কি চমত্কার স্মৃতি।
আসলে ইসলামের নিয়ম কেউ মানলেই নিয়মটা কত সুন্দর হয়ে যায়।
প্রত্যেক বাবাদের উচিত সন্তানকে টাকা গাড়ি বাড়ি প্রতি আকর্ষণ তৈরি না করান।বরং দরকার একটু স্নেহ ভালবাসা আর সঠিতভাবে অধিকার বুঝানো বোধ শিখানো।
এমন বাবাকেই সন্তানরা ভালবাসে
এমনই বাবা হওয়া উচিত।
মেয়েটা ভাবছিলঃ
আব্বু স্যালাইন তৈরি করেছেন
ভাবলেই মনে হয় কন্যা হিসেবে ভাল হতে পারল না সে।
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন