কাঁচ ফাটা রোদ
লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ জুন, ২০১৩, ০৫:৫০:১৪ বিকাল
প্রকট রোদেলা দুপুরে
যখন তীব্র যানজটে
সূর্যের রশ্মি উঁকি দেয়
কাঁচ ভেদে মাথার উপর
তখন বাসের কাঁচের জানালা ভেঙ্গে বের হতে মন চায়
ছুটে চলে দুর
ঐ সবুজের প্রান্তে
অতিষ্ঠ গরমে
বরফ গলে
ঝর্ণা ঝরে
অপূর্ব সুরে....
হঠাত্,
মেঘলা আকাশ সূর্যকে আড়াল করে
খেলা করে
মেঘে মেঘে
হিমেল হাওয়া
ঢেউ ছড়ানো
প্রশান্তি ছবি আঁকে।
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন