সময় ছুটে
লিখেছেন লিখেছেন নতুন মস ২২ জুন, ২০১৩, ০৭:০৭:৪২ সকাল
ভোরের আকাশ ছিল
মেঘে গম্ভীর
কিন্তু লালছে আভায় ঢাকা...
খুব শান্ত
নিরিবিলি পরিবেশ
নামায শেষে
কোরআনের সুর
বাজে ঘরে ঘরে
ভোর হয়
কাজ শুরু
সময় ছুটে
একে একে বহুদূর....
এক পাল
গরু নিয়ে
ছুটে চলে
মাঠ থেকে মাঠে
রাখালের দল।
বিষয়: বিবিধ
৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন