স্মৃতিকাতরতা
লিখেছেন লিখেছেন নতুন মস ১৫ জুন, ২০১৩, ১১:৫২:৪০ সকাল
মেঘলা আকাশ
রোদ্র খেলা
বৃষ্টি হবে
তারি ভাবনা।
পাতার উপর পড়বে ফোঁটা
ছড়িয়ে যাবে
পানির ঝাপটা
ভিজিয়ে দিবে
শুকনো পাতা
জমবে পানি
বিন্দু কণা
ঝলমল ঝিকঝিক
সোনা রূপা নয়
তবুও আলো ঝিলিক মেলা...
দুর গায়ে
গ্রাম্য বালিকের
মাথায় পাতা
বৃষ্টি বাদলে
ছুটতে থাকার
নেইকো বাধা।
ছাতাহীন
পাতার ফাঁকে
গ্রাম্য বৃষ্টির
ছন্দ নামে
গ্রাম্য বালক
মুছকি হাসে।
নতুন মস
রোদের তাপে বৃষ্টির প্রত্যাশা।সাতক্ষীরা এলাকা প্রচন্ড রোদে বটতলায় দলবল মিলে বৃষ্টির জন্য প্রার্থনা করে।
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন