শাহাদাতের তামান্না
লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৫:৩০ রাত
রক্ত প্রবাহিত হয়
তীব্র গতিতে।
মস্তিষ্কের স্নায়ুগুলোও
কাজ করছে
দ্রুত থেকে দ্রুত।
এত রক্ত প্রবাহিত হলেও
দেহের জোর কমছে হয়ত একটু একটু করে
কিন্তু মনের জোর বাড়ছে ত বাড়ছে।
আচ্ছা জীবনের প্রতি নির্লিপ্ত
মৃত্যুর প্রতি দৃঢ় মনবল সম্পূর্ণ
এবং
দুনিয়া মোহের প্রতি মনমরা
মানুষগুলো তখনই
হতে পারে
যখন আল্লাহর প্রতি গভীর প্রেম আর দৃঢ় বিশ্বাস
ঐ হৃদয়গুলোতে থাকে।
বিষ্ময়কর স্মৃতি
ঐ যে সবুজ বাগ বাগিছা সম্পূর্ণ একটা অপূর্ব সুন্দর রাজপ্রসাদ
কি আমার জন্য?
না
শুধু শহীদদের জন্য।
আচ্ছা আমার মা যে কাঁদে
আমার বাবা যে উদাস দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রয়েছে।
আচ্ছা মা বাবা ভাই বোন দুনিয়ার সব কিছুর চেয়ে ত আল্লাহ এবং আল্লাহ রাসুল সাঃ কে বেশি ভালবাসতে হবে
আমি ত দুনিয়ায় সন্মানিত ও আখিরাতে চুড়ান্ত মঞ্জিল জান্নাতে যেতে চাই।
এই ক্ষণস্থায়ী জীবনে যদি আমি শাহাদাতের তামান্নার জন্য শূন্য হৃদয়ে প্রভুর দুয়ারে ধন্যা দেই।
অবশ্যই আল্লাহ আমাকে রিযিক দিবেন দুনিয়াতে না থাকলেও।
হে আল্লাহ মরণ যেহেতু হবেই শহীদি মৃত্যু দিও তোমার প্রিয় বান্দাদেরকে।
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন