বিবেকের জাগরণ
লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৪:০১ রাত
ছোপ ছোপ রক্ত
আত্নাহীন দেহ,
ডুম ঘরে পড়ে রই
নিষ্ঠুর পদার্থ
বিষাক্ত লাশ
যখন আমি।
মস্তিষ্ক ছিল যেথায়
আছে এখনও,
বিবেক হারিয়ে আজ
নফসের দার খোল।
ছোপ ছোপ রক্ত
আত্নাহীন দেহ,
জীবন্ত পশুর রূপে
মনুষ্যত্ব গেল।
সত্য কথার দরজা
লাগিয়ে
মিথ্যার দোর খোল।
অশ্লীলতার নিরব আহ্বানে
গা ভাসিয়ে চল।
ছোপ ছোপ রক্ত
আত্নাহীন দেহ।
ভোগ বিলাসের
জীবন জুড়িয়ে
একটু একটু সুখের আলো।
মাটি মাংস রক্তপিন্ড
সবার উপস্থিতি,
মাঝ দরিয়ায়
অতল সাগরে
হাবুডুবু বিবেকের বিধ।
জেগে ওঠ আত্না
জেগে ওঠ প্রাণ
জেগে ওঠ বিবেকের
মৃত দর্শন।
[সবচেয়ে বড় জিহাদ নফসের বিরূদ্ধে জিহাদ]
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন