কবিতার সাথে আড়ি

লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ জুন, ২০১৩, ০৩:৫৪:২৮ দুপুর

বহু দিন ধরে ভাবছি

কবিতার খাতা বন্ধ রাখব

প্রবল ইচ্ছে ছিল আমার।।

ফুরফুরে বাতাস বয়বে

ঝিঝি বৃষ্টি ঝরবে

আকাশ জুড়ে রংধনু

রঙ্গের সাথে নানার রঙ্গের

ঘুড়ি উড়বে

কিন্তু আমি লিখব না।।

তবু আজ রোদেলা দুপুরে

একঝাঁক অভিমান নিয়ে

দোয়াতের কালিহীন কলম

নিয়ে বসেছি

কিছু একটা লিখবই আমি।

অনেকক্ষণ ধরে বসে আছি....

লিখছি আর লিখছি

চমত্‍কার একটা কবিতা

হঠাত্‍ খেয়াল হল

একি পুরো ডায়রীর

পাতাটি ত সাদা

একটা শব্দও দেখি

জীবন্ত হল না

দোয়াতের কালির ছোয়ায়।

নতুন মস

দুপুরঃ৩:৫০

৪/৬/১৩

মাঝে মাঝে মনে হয়

ছায়াপথ ধরে হাটি

গ্রহ উপগ্রহগুলো দেখে আসি

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File