Peace Mission

লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ মে, ২০১৩, ০৫:২৩:৩৩ সকাল

একজন মুসলিম অবিবাহিত বোনরা আল্লাহর কাছে এভাবেই চাইতে পারেন তার ভবিষ্যত জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে।চোখে পড়ার সাথেই মনে হল সবার সাথে শেয়ার করি।দয়া করে কেউ অহেতুক আর বিতর্কিত মন্তব্য করবেন নাঃ

ইয়া আল্লাহ।

আমাকে এমন এক জীবন সাথী দান করো যেঃ

আমার অন্তরের পরিচ্ছেদ হবে এবং সঠিকভাবে দ্বীনের কর্তব্য পালন করতে আমাকে সহযোগিতা করবে।

দ্বীন ইসলামের প্রতি প্রতিষ্ঠিত হতে এবং রাতে সালাত আদায়ের ব্যাপারে সর্বদা সর্তক ও সজাগ করবে।

তাকে হালাল রিযিক দাও এবং নেক ও সঠিক পথে ব্যয় করার মনমানুসিকতা দাও।সর্বাবস্থায় সন্তুষ্ট থাকার তৌফিক দাও।

নেক চরিত্রবান ও শালীন ভাষী হওয়ার তৌফিক দাও।সে যেন আল্লাহর সাহায্য নিয়ে জীবনের সকল কাজে অগ্রসর হয় তাকে সেই ধৈর্য দাও।

তার জীবনের আদর্শ যেন কোরআন এবং সুন্নাহ'র উপর ভিত্তি করে যেন গঠিত হয়।

সে যেন আল্লাহ প্রশংসা এবং শোকর আদায় করে তার জীবন সঙ্গিনীর জন্য।

সে যেন ক্রোধ দমনকারী হয় এবং বদমেজাজি না হয়।কৃপন ,লোভী, হিংসুক না হয়।

সালাত কায়েমকারী হয় এবং সিয়াম পালনকারী

পাশাপাশি দানশীল ও সহমর্মী হয়।

সে যেন আমাকে যথাযথ সন্মানের সাথে সীসা ঢালা প্রাচীরের মত সকল অন্যায় থেকে রক্ষা করে।

পিতামাতা ও আত্নীয় স্বজনের হকের ব্যাপারে সে যেন সর্তক থাকে সব সময়।

ইয়া রাব্বুল আলামিন তাকে প্রেম ভালবাসা তাকওয়া ও আন্তরিকতার সংগ্রামে জয়ী করে সন্মানিত করো।

আমিন

ইয়া রাব্বুল আলামিন।

(সংগৃহিত)

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File