এই পৃথিবীর বন্ধনগুলো মজবুত করা দরকার

লিখেছেন লিখেছেন নতুন মস ২২ মে, ২০১৩, ১১:০২:১১ রাত

"আয় ছেলেরা

আয় মেয়েরা

ফুল তুলিতে যাই

ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।"

জসীমউদ্দিনে এই কবিতাটি বেশ চমত্‍কার।

রংপুরের পাড়া গায়ে আনাচে কানাচে আমার পদচরণ।বছরের কোন একদিন যেদিন শুনতাম ফেরিপার হয়ে নানার বাড়ি যাব

সেই রাতটি বেশ এক্সাইটেড সারা রাত ঘুম আসত না

খুব দীর্ঘ মনে হত রাত।

কখন গাড়িতে ওঠব,

কখন পাড়ি দিব যমুনা সেতু,

আর কখন যাব মামার বাড়ি।

এত তীব্র আকর্ষণের সময়গুলো ক্ষণে ক্ষণে কেন যে শেষঘন্টা বাজায় অবাক হয়ে ভাবি।

আকাশের তারা গুলো এখনও হয়ত ওঠে কিন্তু ঐ আলো টুকু দেখার আগ্রহ কেন যে জাগে না।হৃদয়ে কেন যে সে সুর বাজে না ক্লান্ত পদচরণ এই পৃথিবীর বুকে তবু হাহাকার।যখন দেখি বাইরের জগতের লোকেরা আপন করে নিয়ে বেশ রাস্তার ধারে চায়ের কাপের ছলে গল্প জুড়ে দেয় আমি ভাবি এত বিশাল অন্যায় কি করিলাম আমি?

যাইহোক এক ঘন্টার পথও নয় মামাদের বাসা তবু এত ক্লান্তি কোথা থেকে যে আসে সত্যি বলতে পারব না।কি আশ্চার্য ভেবে পাই না উত্তর।আজকাল পাঁচ মিনিটের পথেরও আত্নীয়দের বাসায় যাওয়ার আগ্রহ মরে যাচ্ছে দিন দিন।সত্যি বলতে কি আন্তরিকতা যত কমে আসবে?

মানুষ যত দুনিয়াবী জালে আটকে যাবে?

ইগো ইদম আর আত্ন সন্মানের নামক জালে আটকা যত পড়ব আমরা

ততই আমাদের বন্ধনগুলো মরে যাবে।

বন্ধনগুলো যে মরে যাচ্ছে তা ত এত ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ ঠিক করতে এগিয়ে আসছে না

কেউ বলছে না

আমি বলি একটু

কি এমন ক্ষতি বললে?

যেহেতু ভাই বোনের সম্পর্ক

আত্নীয় স্বজনের সম্পর্কগুলো ভাবা উচিত

প্রত্যেকের।

উত্‍স খুজে বের করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে পারিবারিক আর সামাজিক বন্ধনগুলোক মজবুত করার জন্য।

আজ যদি এই পৃথিবীতে আমার বাবা মার সাথে তাদের ভাই বোনদের সম্পর্ক মজবুত না থাকে কাল আমারও ত আমার ভাই বোনদের সম্পর্ক মজবুত থাকবে না

ভেবে দেখুন চিন্তার বিষয় কিন্তু।

মন চায় সবাই বসে খোলা আকাশের নিচে বসে প্রাণ খুলে গল্প করি ভুলে যাই সব অভিমান সব দ্বন্দ সব গরিব ও বড়লোকদের ভেদাভেদ।

নতুন মস

১১.০০

ঔষুধের ডোজ কম করে দেওয়ায় সিস্টেম হোমিওপ্যাথিতে

আর সাইকোলজির ব্যাপারটি হচ্ছে আপনার মস্তিস্কে বসে হাট্টি মাটিম টিম খেলবে

মজা না বেশ মজা।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File