তোমাকে আমি চিনি না
লিখেছেন লিখেছেন নতুন মস ২১ মে, ২০১৩, ০৪:০৯:০৩ বিকাল
তুমি কে?
তোমাকে আমি চিনি না।
কিন্তু তোমার জন্য
অবাধ ভালবাসারা ছুটে আসে হৃদয় থেকে.....
তুমি কে?
তোমাকে আমি চিনি না।
কিন্তু তোমার নির্যাতিত দেহ
আমার রক্ত প্রবাহে ঝড় তোলে.....
তুমি কে?
তোমাকে আমি চিনি না।
তবুও তোমার জন্য
অশ্রুসিক্ত প্রার্থনার হাত ওঠে।
তোমাকে ভালবাসার উব্বস একটি
তোমার জন্য কলম ধরার লক্ষ্য একটি
তোমার উপর প্রতিটি আঘাতের বদলা নেয়া হবে
তুমি দেখে নিও
দেলোয়ার......
শেষ দিবসের কথা স্বরণ করে হাসো
সালাম বিনিময়ে
তুমি দেখ নিও
সেই দিনটি হবে
শুধুই আমাদের.....
হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওকিল....
[এটা আমার লেখা নয়।এত চমত্কার লেখনি শক্তি আমার নেই।এক সন্মানিত আপু মেসেজ করে পাঠিয়েছেন।যেহেতু তিনি তার নামটি দিতে বলেননি তাই নামটি গোপন রাখলাম।তবে সত্যি বলতে কি প্রতিটি শব্দই অসাধারণ।সালাম আপু।ওনার অনুমতি পেলে নামটি দিয়ে দিব।]
কার্টেসীঃআপুকে নতুন মসের পক্ষ থেকে
বিকালঃ৪.০০
২১/৫/১৩
মঙ্গলবার
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন