গ্রাম্য শিশুর হাতে ঘুড়ি
লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ মে, ২০১৩, ০৪:৩৩:৩০ বিকাল
ছন্দ ছাড়া গল্পে
ডায়েরীর পাতায় ফাঁকে
টুপ করে
জেগে ওঠে....
নজর কারা
গ্রাম শিশুর
ধূলমাখা শরীর....
মায়াবী মুখখানী
বড় বড় চোখ
তাকিয়ে থাকে অপলক।
কাঁদা মাটি
পোকার সাথে
সঙ্গী হিসেব থাকে
হাঁস পাখিরা যে
ঐ গ্রাম্য গ্রাম্য ঘ্রাণে
একটু একটু স্বপ্ন বুনে।
রোদ বৃষ্টি ঝড়
হাসি মাখা মুখ
ছুটে চলে ওরা
এরি মাঝে
দুর থেকে দুরন্তে
অনাবিল সুখ
গ্রাম্য শিশুর
হাসি মাখা মুখ।।।
নতুন মস
রাতঃ৪.৩০
(গ্রামের পরিবেশটাই অসাধারন
বেড়ে ওঠা স্মৃতি)
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন