স্বদেশ জুড়ে রক্তচূড়া
লিখেছেন লিখেছেন নতুন মস ১৮ মে, ২০১৩, ০৩:৪৭:০০ রাত
প্রাণবন্ত জীবন
জ্বল জ্বল করে জ্বলছে
চমত্কার
সাজানো বাগান
গোছানো স্বপ্ন
সুখ স্মৃতি
বিশাল পৃথিবী....
প্রজাপতির ডানায়
নকশী কাথার মাঠ।
আকাশে জলরাশির
শৈল্পিক কারু কাজ
রং বেরঙ্গের মেলায়
রংধনু রং ছড়ায়।
একঝাক পাখি
ঘুরে ফিরে
ওড়ে বেড়ায়
আকাশ জুড়ে
স্বাধীন এক স্বদেশের
সন্ধানে
আজও
রোজ একজন মা
নিরিবিলি জল ফেলে
কাফনে ঢাকা
সন্তানকে দেখে।
নতুন মস
রাতঃ৩.১৩
শনিবার
[আমার জন্মের আগ থেকেই স্বাধীন দেশে অজস্র শহীদের রক্তে ভিজে যাচ্ছে
আজও ভিজছে]
[কবে বাংলাদেশ স্বাধীন হবে
বিনা বিচারে
খুন আর কত ঝরবে]
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন