কেটে গেল শৈশব বেলা
লিখেছেন লিখেছেন নতুন মস ১৫ মে, ২০১৩, ০৫:২৯:১৯ সকাল
মুয়াজ্জিনে কন্ঠে
ঘর থেকে শোনা যায় আজান....
ঐ ত ডাকছে
এসো কল্যাণের দিকে এস
রোজ ডাকে।
বাবা ধপধপে সাদা
পাঞ্জাবী পড়ে
ঐ কোণের মসজিদে
ভোরে ওঠে চলে যান।
দাদা কি মধুর সুরে
টেনে টেনে
কোরআনের অর্থ পড়েন
ভোরের গ্রাম বাংলার বাতাস দেয় দোলা
আবেশ ছড়ানো
পৃথিবী যেন মায়ার
জালে জড়ানো।
মসজিদের একটা বিরল প্রজাতির
সৌরভ ছড়ানো
মিষ্টি মধুর ফুল গাছ রয়েছে
বেশ বড় সড় একটা ফুল ধরে
বছরে একবার
নামটি শুনেও অনমনা
মন ভুলে গিয়েছে।
ওর মন জুড়ায় ঘ্রাণের টানে আব্বু আনতেন
কোন এক ভোর বেলা...
ঘুমের ঘোরেই
তীব্র সুমিষ্টি ঘ্রাণে
জেগে ওঠা
এই ত সেদিন
চলে গেল
আমার শৈশববেলা।
ভোর হল
পাখিরা ডাকল
কেটে গেল
এইভাবেই বেলা।
নতুন মস
ভোরঃ৫.০৫
'নিষ্পাপ শিশুরাও:-) কবিতা লেখে'
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন