নারীরা সবসময় সন্মানিত
লিখেছেন লিখেছেন নতুন মস ১৩ মে, ২০১৩, ১২:৩৭:৪৫ দুপুর
পুরো ৯টা টু ১০টা এক ঘন্টা ক্লাস নিলেন ম্যাডাম।
'বিশ্বাস ও অবিশ্বাস'তত্ত্বের মাথা মুন্ড কিছুই বুঝিনি এখন মনে হচ্ছে ম্যাডাম কি ক্লাস নিলেন।যদি সমস্যা একা আমার হত কোন সমস্যায় ছিল না।কিন্তু ক্লাসের ৯০% কিছুই বুঝেনি।
রাতের হিস্টাসিনের প্রভাব এখনও কাটেনি তার উপর বিরক্তিকর ক্লাস।
আসলাম কমন রুমে।
এসেই কয়েকজন চিরুনী আপুদের[:-P] সাথে.... দেখা
একজনকে জিগাইলাম এত সুন্দর করে সেজে এসেছ কেন?
কোন অকেশন?
ভুবন রাঙ্গা হাসি:-) দিয়ে বলল না এম্নিতেই সাজলাম।
যাইহোক বন্ধুদের অপ্রস্তুত করতে নেই ওটা ওদের ব্যক্তি স্বাধীনতা।(যদিও অধিকাংশকে একেটি কিউট বারবিউ পুতুলই মনে হয়:-P।)
যাইহোক ফেবুতে কাল্পনিক কিছু প্রশ্ন করি ওদেরকে
আমিঃআচ্ছা চিরুনী আপুনিরা তোমরা ভার্সিটিতে চিরুনী আন কেন?
চিরুনী আপুঃ দেখ না চুলগুলো এলোমেলো হয়ে গেছে।
আমিঃও আচ্ছা।(সত্য কথা বলতে আমার আম্মুর ডায়লোগ মনে পড়ে গেল
"কাকের বাসার মত চুল") ঠিক আছে ত লিপিস্টিক নিয়ে আইছ কেন?এর কারনটা ত মাথায় ঢুকল না।
চিরুনী আপুঃজান না লিপিস্টিক দিলে ঠোট ফাটে না।
আমিঃO I SEE.সর্বনাশ আগে জানতাম নাতো অহারে আমি ত আবাল রয়ে গেলাম।
আইচ্ছা এত টাইট জামা পড় কেন আর ওড়নাটা এত শর্ট কেন?
চিরুনী আপুঃওহে আবাল ইহা হচ্ছে আধুনিক যুগের স্ট্যাইল আর এসব রেডিমেড জামাগুলো একটু চিকন কি করব বল?
আমিঃ ও আজ কাল যা বাজারের দর।তাই একটু কমতি পড়েছে বুঝতে পেরেছি?
কিন্তু তুমি কমনরুমে আয়নার সামনে ৩০ঘন্টা ধরে সাজতেছ কেন বাসা থেকে সেজে আস নাই?
চিরুনী আপুঃআরে কি বলব সেই ভোর চারটা থেকে তিন ঘন্টা ধরে সেজে গুজে রেডি হয়ে আসলাম।তবু খুতখুত লাগছে।বলত আমাকে কেমন লাগছে?
আমিঃখুব নোংরা।হিন্দী মুভির নায়িকাদের মত লাগছে।
চিরুনী আপুঃকি যে বল?সত্যি আমাকে নায়িকাদের মত লাগছে।কোন নায়িকার মত।
আমিঃহিন্দী সিনেমায় যে নায়িকাটি সবচেয়ে নোংরা তার মত লাগছে বিশ্বাস কর।
চিরুনী আপুঃরেগে আগুন হয়ে বলবে কি বললে তুমি?
আমিঃঠিকই ত বলেছি।তুমিই বল হিন্দী নায়িকারা ওদের "বডি রূপ যৌবন" বিক্রি করে টাকা ইনকাম করে কিন্তু তুমি কি পাও।
কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি পুরুষদের কাছে প্রোডাক তৈরি করার প্রতিযোগিতায় কেন নেমেছ।
তুমি ভাবছ তোমাকে খুব গর্জিয়াস লাগছে কিন্তু ভেবেছ
তোমার উর্বর মস্তিষ্ক দিয়ে যে পুরুষরা তোমার দিকে কোন দৃষ্টিকোণ দিয়ে তাকাচ্ছে।
কোরআনে একটা আয়াত আছে জানঃ
ব্যাভিচারী পুরুষদের সাথে ব্যাভিচারী নারীদের এবং ব্যাভিচারী নারীদের সাথে ব্যাভিচারী পুরুষদের বন্ধু হবে।সত্চ্চরিত্র পুরুষদের সাথে সত্চ্চরিত্র নারীদের এবং সত্চ্চরিত্র নারীদের সাথে সত্চ্চরিত্র পুরুষরা বন্ধু।
সুতরাং তুমি যদি মার্জিতভাবে চলাফেরা কর যাদের জন্য প্রোডাক্ট হচ্ছ তারাও সকলে তোমার সাথে মার্জিত আচরণ করবে
তোমাকে কেউ নোংরা কমেন্ট করতে পারবেনা বরং সন্মান করবে।
জান ঐ ছেলেরা তোমাকে যে আজ বাহবা দিচ্ছে সুন্দর বলছে দেয়ালের পিছনে ওরাই কিন্তু তোমাকে নোংরা মেয়ে বলে।আর সত্যিকার ভাল ছেলেরা তোমার কাছেই গেসেনা।
কিছু মনে কর না বোন আমি তোমার ক্ষতি চাই না।অনেক কথা বললাম কষ্ট পেলে ক্ষমা কর।
দ্রুত প্রস্তান করা ভাল।
কারণ মেয়েটা কাঁদছে
জানি না বিবেক বোধের তাড়নায় নাকি
অপমানে
রাগে দুঃখে ক্ষোপে।
নতুন মস
দুপুরঃ১২.২৫
ইসলাম নারীদের সবচেয়ে বেশি সন্মানিত করেছে।
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন