জীবন রহস্য

লিখেছেন লিখেছেন নতুন মস ২৭ জানুয়ারি, ২০১৩, ০৭:৫৯:৫৬ সকাল

(আসসালামু আলাইকুম)

কুয়াশা ঢাকা ভোর,

গাছের সবুজ পাতা

ফোটায় ফোটায় শিশির

বিন্দু.....

চমত্‍কার কারুকার্যে প্রকৃতি আঁকা,

অলৌকিক ,অমায়িকতার ছোঁয়ায়।

পাখির

কিচির মিচির ডাক

বিশৃঙ্খল পৃথিবীকে

নতুন করে

সাজিয়েছে সরলতায়।

জীবন ক্ষণস্থায়ী

শিশিরের মত।

রোদের সংস্পর্শে শিশির হারায় স্বকীয়তা

মিলিয়ে ফেলে,

ঘড়ির কাটার প্রতিটি সেকেন্ডে

অনিশ্চয়তা,

দুনিয়াবী মিথ্যা ছলনা,

রহস্যের জাল বোনা

মানুষ হারায় মনুষ্যত্ব।

মানুষ মরে যায়,

কাফনের কাপড়ে

লাশ হয়।

পৃথিবী ভুলে যায়

একটু একটু

আবেগের মায়ায়

চিরতরে

হারিয়া ফেলে সকল স্মৃতি

অতীতের খাতায়!!!

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File