মায়াবতী উদাসীন

লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ মে, ২০১৩, ০৩:৫২:২৬ রাত

মুসলধারে বৃষ্টি হচ্ছে কখনও

কখনও টুপটাপ

ঝড় হাওয়া বইছে...

ঘনকালো গভীর রাত,

ধীরে ধীরে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো

খুব দূর্বল

ক্লান্তিকর

আর বড় অসহায়

হয়ে পড়ছে......

শূণ্য আবেগ,

বোবা দৃষ্টি,

প্রতিটি মুহুর্ত্বে

তাকিয়ে দেখুন

মেঘের জলরাশি

ছুটছে ত ছুটছে...

কখন নীল,

কখন সাদা,

কখন ধূসর,

কখনবা কালো,

পরিবর্তিত জীবন

কৈ কত নিষ্পাপ

জীবন একটা আমাদের

এই ত ভোর হল সেদিন।

ক্ষণে ক্ষণে সব ওলট পালট হয়ে যাচ্ছে।।

অসুস্থ পরিবেশ কুড়ে কুড়ে খাচ্ছে

রঙ্গিন স্বপ্নগুলোকে

আমার খুব পছন্দের বৃষ্টি দিন দিন উদাস হয়ে যাচ্ছে

আমার পা ফ্রাকচারের দীর্ঘ এক মাস পর

যেদিন বের হলাম রাস্তায় মনে হচ্ছিল

আমি মুক্ত পৃথিবীর

উড়ন্ত পাখি...

আজকাল এত লাশ

এত রক্ত

এত হাহাকার

এত গল্প

আমার মানসিক স্তরকে ভয়ংকরভাবে আঘাত হানছে...

টিভি দেখছি না তবুও

আমার অলস মস্তিষ্ক প্রতিটি ঘটনাকে মাকড়সার জালে আকড়ে ধরে আছে

একটা বিশাল আকৃতির মাকড়সা ধীরে ধীরে রক্তাক্ত চোখ আমার

অনুভূতিকে আঘাত হানছে

খুব পিপাসা

উত্তপ্ত বালি আর বিশাল মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া

খুব অসহায় একটা প্রাণী আমি।

বিশ্বাস করুন

মানসিক কষ্ট যাতনা

শারিরীক কষ্টকেও অতিক্রম করে

দ্রুত থেকে দ্রুততর...

নতুন মস

রাতঃ৩:৩৩

উষার আলো

দেখার প্রত্যাশায় জেগে আছি

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File