হৃদয়ের কামনা

লিখেছেন লিখেছেন নতুন মস ২৫ জানুয়ারি, ২০১৩, ১১:০৮:৩১ রাত

ফজরের আযানের

পর পর

নামাজ শেষে,

কিচির মিচির পাখির ডাক,

হঠাত্‍ ঘুম ভাঙ্গা ভোর।

জান্নাতের দুয়ার খোলা

স্নিগ্দ্ধ হওয়ায়

প্রশান্ত হৃদয়।

দূর বহু দুরে

"নারায়েন তাকবীর

আল্লাহু আকবার"

ধ্বনিতে মুখরিত,

মিছিলের উত্তাল সমুদ্রে

জনতার ঢেউ।

অবাক চেয়ে থাকা,

'ধর্ম যার যার

রাষ্ট্র ত আল্লাহ'

মনে পড়ে যাওয়া

চির চেনা বানী।

তাহলে সত্যি

কালিমা পতাকা

আকাশে উড়ছে,

আল্লাহর জমিনে

আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হচ্ছে ।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File