স্বপ্নস্মৃতি

লিখেছেন লিখেছেন নতুন মস ০১ মে, ২০১৩, ০১:০০:১৬ রাত

দু'জন মানুষের কথা খুব মনে পড়ছে

প্রায় পড়ে যদিও

একজন হচ্ছে

থুনথুনা বুড়ি

থুনথুনা বুড়া.....

এখন পাশাপাশি

দুটি কবর

আমার কবর গুলোর কাছে খুব যেতে মন চায়।

আজও ইচ্ছে করছে

যেহেতু সম্ভব নয়

কিছুক্ষণ কাল্পনিক কথপোকথন করা যাক....

-আচ্ছা দাদা দাদী আপনাদের কি আমার কথা মনে আছে?

=সমসুরে বলবে হু

-মনে আছে প্রতি আমের ছুটিতে ছুটে চলে যাই

আর যত্ন করে তোমরা খাওয়া।

=হু

-ফজরের নামাজ পড়ে দাদার কোরআন পড়া শুনতাম তোমরা না সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাতে।

একবার তুমি আর

বড় ফুপু কোরআনের একটা আয়াত ব্যাখ্যা করছ

বড় ফুপু ত অনেক উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছে।

আর তুমি তোমার মত সরল সহজভাবে বুঝানোর চেষ্টা চালাচ্ছ।

এক পর্যায় দেখি দুজনে নিজ নিজ অবস্থা অনঢ় থাকাটায় স্বাভাবিক।

হঠাত্‍ মাঝখান দিয়ে বলে উঠলাম কেন বৃথা চেষ্টা যে যার যুগের ঞ্জান বুদ্ধি দিয়ে বুঝেছেন আপনারা ইসলামকে কেন নিজের ঞ্জানকে প্রতিষ্ঠিত করতে হবে।মনে পড়েনা।

=হু

-আমরা একসাথে বসে বর্শি দিয়ে মাছ ধরতাম তাইনা দাদী।আমি ছোট ছোট ছোট পুটি মাছ করতাম।আর আপনি বিশাল বড় মাছ করতেন।জানেন আমার পুটি মাছ ধরতেই ভাল লাগত।মনে আছে...

-হু

থাক আর হু হু উত্তর ভাল লাগছেনা।এই ত যে কোন মুহুর্ত্বে একদিন সরাসরি কথা বলল ঠিক আছে।

ভোর চারটা পর্যন্ত ইসরা খেলাধুলা করে।আমরাও জেগে ওকে সহযোগিতা করি।

নতুন মস

রাতঃ১টা।

ঐ আকাশে অনেক তারা

মিটিমিটি আলোয় খুঁজি জীবনে হারানো স্বপ্ন

বিষয়: বিবিধ

৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File