আবিরের আলো....
লিখেছেন লিখেছেন নতুন মস ৩০ এপ্রিল, ২০১৩, ০৬:৪৮:০৩ সন্ধ্যা
সন্ধ্যা একটু আগে
আবির রাঙ্গা
সূর্যটাকে
অপূর্ব লাগে
বেঁচে থাকার
স্বপ্ন জাগে।
দূরের ঐ
কৃষ্ণচূড়া গাছে
লালের যে মেলা
বসেছে।
পাখিরা কন্ঠ মিলিয়ে
চলে যায়
আপন নিড়ে।
সন্ধ্যায় যায়
নিভে যায়
সূর্যের আলোর....
চাঁদের ঐ
মৃদু আলোয়
জীবন ফিরে পায়
পৃথিবী
অপরূপ নতুন সাজে।
{সুবহানাল্লাহ
আল্লাহ অপূর্ব সুন্দর করে পৃথিবী সাজিয়েছে}
নতুন মস
সন্ধ্যাঃ৬.৪০
দীপ্তিময় আলো ছায়ায় ঘেরা আমার আপন পৃথিবী
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন