অলীক কল্পনা

লিখেছেন লিখেছেন নতুন মস ২৫ এপ্রিল, ২০১৩, ০২:২৫:৩৩ রাত

আমি আমার আমিত্বকে গলা টিপে মেরে ফেলি...

বার বার।

চোখের জল

শত চেষ্টাও আসে না

জানিস,

মনে হচ্ছে

অনেক দিন কাঁদিনি আমি।

এত লাশ

বাতাসে গুমোট আর্তনাদ

বুক ফাঁটা চিত্‍কার

হা করে তাকিয়ে আছি

বড় বড় রাজনৈতিক দল বক্তিতা দিচ্ছে ফায়দা লুটাচ্ছে....

ওরা কি রক্তে মাংসে মানুষ

শুধু ভাবি....

নাকি লোভাতুক হিংস্র কিছু...

আর আমি ত চার দেয়ালের বাসিন্দা

গলা ফাটাব আওয়াজ বের

হবে না

নিরব কান্না

তবু শক্ত হার্ট একটু কাঁপে না আজকাল

সত্যি শিলার স্তুপ যেন

আটকে ধরেছে...

ধোঁয়ায় ধোঁয়ায় জড় পদার্থ

মাথা মোটা

নয় কি আমরা???

নিষ্পাপ বোধগুলোর বড় প্রয়োজন।

অপ্রাণ চেষ্টার দ্বার খুলা দরকার।

একটু একটু করে

সময় ফুরিয়ে যাচ্ছে....

কত শত আবেগকে মারতে হবে

হয়ত হাতের উপর দিয়ে ওদের মত আমারও প্রিয়জনদের লাশ কবরে শায়িত হবে

হয়ত আমিও পরকালের পথেযাত্রা শুরু করব

আজ নয় ত কাল

কিন্তু পুঁজি কতটুকু

আছে....

আমি জানি না।

নতুন মস

রাতঃ২.২২

রংপুর

যতদুর তাকা

চারিদিক ফাঁকা.....

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File