শৈল্পিক ছোঁয়া
লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ এপ্রিল, ২০১৩, ০৫:৪৪:৩০ সকাল
মনের আকাশে
স্বচ্ছ সুন্দর নির্মল
এক আলোর ফোয়ারা...
আলোকিত পথ
নামাযে বসে
সিজদার সাথে
কোরআন দিয়ে হৃদয়গাথা।
কোরআনের শৈল্পিকভাষার অলংকারিত্ব দিয়ে জেগে উঠুক
সবার আলোকিত ভোর। আলোর ছোয়ায়
কোরআনের সুরে সুরে
আলগোছে
আনমনে
আলো ছড়িয়ে দিক... শৈল্পিক সৌন্দর্যে
ভরিয়া যাক
নেচে ওঠুক প্রাণ,
অশ্রুধারার ঝর্ণা নামুক, আপন গতিতে
ছুটতে থাকুক....
আবেগের ক্ষুদ্র
তরঙ্গে ঢেউয়ের দোলায়
দিকের শেষে ছন্দ আঁকুক।
বুদ্ধি চিন্তা শক্তির
জোরে
সকলে জয় করুক হৃদয়ের
গভীর থেকে গভীরে....
অনাবিল আনন্দে
ভরিয়ে দিক এই
ফুরিয়া যাওয়া জীবনজগতকে।
ভোরঃ৫.৩৫
(কোরআন বুজলে আলো
না বুজলে তোমার জীবন সত্যি কাল)
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন