প্রশান্তি ঢাকা ভোর

লিখেছেন লিখেছেন নতুন মস ২২ এপ্রিল, ২০১৩, ০৫:৪০:১৬ সকাল

সিজদা শেষে

সালাম ফিরে

শুনছি তোমায়

আপন মনে।

চমত্‍কার এক

মিষ্টি সুরে ,

ডাকছ তুমি

বলছি মোরা

কিচির মিচির

শব্দ ধারা,

মিলছে বল

সত্যি করে,

তুমি ত ডাক

অপূর্ব সুরে।

আলো আধারের

আলোর ফোয়ারা

মৃদু বাতাস

ঢেউয়ের ছোয়ায়

চারিদিক যেন

প্রশান্তিতে ঘেরা।

ভোরঃ৫.৪০

রংপুর

[ নামায শেষে

দাদা গ্রামের মেঠো পথ ধরে হাটতে বের হতেন।

দাদার সাথে গল্প করতে করতে কত হেটেছি।

দাদার হাত থাকত একটা লাঠি।]

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File