পারিবারিক বন্ধনগুলো মজবুক হোকঃ পর্বঃ১
লিখেছেন লিখেছেন নতুন মস ২১ এপ্রিল, ২০১৩, ১২:৫৩:৪০ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহীম
"ভাইয়ার মাথায় তৈল দিয়ে দিচ্ছি।ওকে বললাম 'ক্যান চুল রাখছিস'
রবীন্দ্রনাথ,নজরুল অনুকরণ করা হচ্ছে।
ও বলল,
প্রকৃতির সাথে খাপ খাওয়াচ্ছি।
কিরূপ আচরণে প্রভাব পড়ে দেখি।
মাথায় বাড়ী মারলাম
দুর হ,
আমার ১৫ মিনিট নষ্ট হয়েছে।
তেল দেওয়া বন্ধ তোর মাথায় চিরতরে।'"
ভাইবোনের বন্ধন দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে।কারণ একে অপরে দোষ ধরতে ধরতে।
ঢাকায় এসে বড় লোক আত্নীয় স্বজনদের বাসায় থেকে কেমন কেমন প্রতিটা বন্ধনে স্বার্থ লোভ ইগোর ঘ্রাণ পেয়েছি।মোটেও ভাল লাগেনি।
পারিবারিক বন্ধনগুলো আজ সমাজ থেকে যেভাবে বিলুপ্তির পথে তা সত্যি বেদনাদায়ক।
কিছু বন্ধন নিয়ে আমার প্রশ্ন ?
কিছু স্মৃতি ?
আর বর্তমানে আমরা কি ভাবি?
প্রথম পয়েন্টঃ
@@@বাবা মার সাথে সন্তানদের বন্ধন কেমন হওয়া উচিতঃ
এটা আমার প্রশ্ন?
'একদিন দাদীকে খাওয়াব ভাত নিয়েছি তরকারী দিয়ে মেখে নিচ্ছি হঠাত্ আব্বু তালাটি কেড়ে নিলেন তারপর এত য্ত্ন করে ভাল করে মাখছিলেন
আমি তাকিয়ে আছি অপলক,হ্যা সত্যি এত যত্ন করে মা বাবাকে সন্তান হাতে তুলে খাওয়াচ্ছে এই দৃশ্যটা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় একটি স্মৃতি।"
এটা একটা স্মৃতি?
বর্তমান সমাজে আমরা মা বাবার সম্পর্ক রক্ষায় অনেক উদাসীন।
১.তাদের প্রতি সন্মান রেখে কথা বলা অনেক সময় আমরা করি না আবার ভাব সন্মান রয়েছে প্রচুর।
২.সম্পর্ক গুলো সমাজ নামক জাল গুলিয়ে ফেলে মা বাবা সন্তান বউ জামাই সব বন্ধনগুলো।সবার যে আলাদা একটা ধরন রয়েছে তাও আমরা মানি না।
৩.মূল্যায়ন করার নিয়মটা যদি কৌশলের সাথে হত ভাল হত।
৪.মা বাবার অনুভূতি চাওয়া পাওয়া যখন তারা বৃদ্ধ বয়সী তখন আগ্রহের সাথে বুঝতে চাইনা।
৫.আমরা তাদের জন্য সময় খুব কম রাখি।কারণ আমরা ব্যস্ত।
৬.তারা যে আমাদের ভাল চান তাও আমরা বুঝি না যেমন তেমনি আমরা আমাদের মতামত ও ব্যক্ত করতে পারি না।
৭.আমরা তাদের কাছে সবসময় সেই শাসনের আদরের বাচ্চা সুতরাং বাবা মা সাথে প্রথম বন্ধুত্ব করা উচিত।
৮.বন্ধনগুলোকে গুরুত্ব না দিয়ে যদি অধিকার আদায়ের ব্যাপারে গুরুত্ব দেওয়া যায় সেটায় কল্যাণ বেশি।
৯.মা বাবা পৃথিবীর সবচেয়ে বেশি সন্মানিত।
১০.অন্যায় যেই করুক তা মা বাবার হোক বা বউ জামাই সন্তান যেই করুক তা সঠিকভাবেই পর্যবেক্ষণ করে সত্ সিদ্ধানটি কৌশলে সমাধান করতে হবে কাউকে কষ্ট দিয়ে করা উচিত নয়।
"আম্মুকে সব কথায় বলি বললাম মা
'থানার গাড়ি পুলিশ নিয়ে গেছে '
মাথা মন্ড কিছুই বোঝেন নাই
তারপর বুঝালাম।"
পরিবারের বন্ধনগুলো মজবুত হোক।
কয়েকটি পর্বে শেষ করব ইনশা আল্লাহ....
রাতঃ১২.৩০
রংপুর
কাব্য কবিতার ভীরে
সত্যে মিথ্যা স্থান পায়।
(গান)
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন