গোধুলী আলো

লিখেছেন লিখেছেন নতুন মস ১৮ এপ্রিল, ২০১৩, ০৫:৪৮:৪০ সকাল

(আসসালামু আলাইকুম)

আধার আলোয়

অন্ধ কালোই

কাকের মধুর হাক

ফজর বেশে

নামায শেষে

আল্লাহ আল্লাহ

ডাক।

জান্নাতের ঐ

দুয়ার খোলা,

মৃদু বাতাস

সিগ্ন্ধ দোলা।

বাগান জুড়ে

ফুলে ভরা

প্রজাপতির ডানা

মেলা,

তাই দেখে

প্রাণের খোলা

সকাল বেলা।

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File