ত্বরা প্রবণ কিছু লোকের ভূমিক

লিখেছেন লিখেছেন নতুন মস ১৭ জানুয়ারি, ২০১৩, ০৭:৩৭:২২ সন্ধ্যা

ত্বরা প্রবণ কিছু লোকের ভূমিকাঃ

প্রাথমিক সময়ে আল ইখওয়ানের ভিতরে একটি অতি উত্‍সাহী গ্রুপ সক্রিয় হয়ে উঠল ইসলামিক রাষ্ট্রের জন্য।

এরা মনে করল বিপ্লবের সময় এসে গেছে।

এখন দেরি করা কাপুরুষতার নামান্তর।

ক্ষমতা দখল করে নিলেই হয়।তারা যুক্তি দেখালো যে আল্লাহর রাসূল<সাঃ>বলেছেন,

যদি তোমাদের কেউ কোন গর্হিত কাজ হতে দেখে তবে সে তার হাত দ্বারা প্রতিরোধ করবে,যদি তা করতে সক্ষম না হয় তবে জবান দ্বারা তার প্রতিবাদ করবে,যদি তাও করা সম্ভব না হয় তা হলে হৃদয়ে তার প্রতিরোধের চিন্তা ভাবনা করবে।অবশ্যই শেষটি হচ্ছে ঈমানের দুর্বলতম।

এদের বক্তব্যের জবাবে শায়খ হাসানুল বান্না

আল কুরআনের আয়াত বিশেষের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেন।আল্লাহ বলেন,

"তুমি লোকদের তোমার রবের পথে ডাক হিকমাহ ও সুন্দর বক্তব্যসহকারে।আর তাদের সাথে আলাপ কর অতীব সুন্দর পদ্ধতিতে।তোমার রব জানেন কে তাঁর ছেড়ে বিভ্রান্ত হয়েছে,আর জানেন কে হিদায়াত অনুসরণ করে চলছে"।

ইসলামের বিপ্লবের সুস্থ ও স্বাভাবিক পদ্ধতি তুলে ধরেন।তিনি হাওয়ার দোলার আন্দোলিত হবার মতো ব্যক্তি ছিলেন না।হঠকারিতার পরিণতি কী হতে পারে তাও তিনি বুঝতেন।তায় তিনি স্বীয় মতে অটল থাকেন।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File