কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৫ জুলাই, ২০১৩, ১২:২৬:৫৩ দুপুর
০১) কাকুতি মিনতি করে যে দোয়া-
''রব্বানা- যলামনা- আনফুসানা- ওয়াইন লাম তাগফির লানা- ওয়া তারহামনা- লানাকূনান্না- মিনাল খ-সিরীন।''
অর্থ- হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের উপর যুলুম (অবিচার) করেছি, যদি তুমি ক্ষমা না কর আর আমাদের উপর রহম না কর তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হয়ে যাব। (সূরা আল- আ'রাফ, আয়াত-২৩)
০২) নিজের জন্য দু'আ-
''রব্বানা- আতিনা- ফিদ দুনইয়া- হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াক্বিনা- 'আযা-বান না-র।''
অর্থ- হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনইয়া এবং আখিরাতে কল্যান দান কর এবং জাহান্নামের শাস্তি হতে বাঁচাও। (সূরা বাক্বারাহ, আয়াত-২০১)
০৩) পিতা-মাতার জন্য দু'আ-
''রব্বির হামহুমা- কামা- রব্বায়া-নী সগীরা-।''
অর্থ- প্রভু হে! তুমি তাদের (পিতা-মাতার) উপর দয়া পরবশ হও যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। (সূরা বানী ইসরাঈল, আয়াত-২৪)
০৪) সকলের জন্য দু'আ-
''রব্বানাগফিরলী ওয়া লিওয়া-লিদাইয়া ওয়ালিল মু'মিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসা-ব।''
অর্থ-হে আমাদের প্রভু! আমাকে এবং আমার পিতামাতা ও সকল মুমিনদেরকে হিসাবের দিবসে ক্ষমা করে দিও। (সূরা ইব্রাহীম, আয়াত-৪১)
০৫) কুরআন তিলাওয়াতে সাজদার দু'আ-
''সাজাদা ওয়াজহিয়া লিল্লাজী খালাক্বাহু ওয়া শাক্কা সাম'আহু ওয়া বাসারাহু বিহাওলিহী ওয়া কুওওয়াতিহ।''
অর্থ-আমার মুখ মন্ডল সেই মহা প্রভুর জন্য সাজদা প্রদান করছে যিনি ওকে (চেহারাকে) নিজের কৌশল এবং শক্তির দ্বারা সৃষ্টি করেছেন এবং সূরত দান করে চক্ষু ও কর্ণ দ্বারা সুশোভিত করেছেন। (মিশকাত হাঃ৩৩৫৯)
বিষয়: বিবিধ
২৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন