নিকৃষ্ট লোকদের পরিচয়
লিখেছেন লিখেছেন সত্যভাষন ১৫ জুলাই, ২০১৩, ১২:২৩:৫৬ দুপুর
নিকৃষ্ট স্বভাবের লোকদের বৈশিষ্ট্য হচ্ছে এই যে, তাদের চোখে যখন অন্যের গুণাবলী ও নিজেদের দুর্বলতাগুলি পরিষ্কার ভাবে ধরা পড়ে এবং তারা এটাও যখন বুঝতে পারে যে, প্রতিপক্ষের সৎ গুণাবলী তাদের এগিয়ে দিচ্ছে এবং তাদের নিজেদের দোষত্রুটিগুলো তাদেরকে নিম্নগামী করছে তখন তাদের মনে নিজেদের ত্রুটিগুলো দূর করে প্রতিপক্ষের গুণাবলী আয়ত্ব করে নেবার চিন্তা জাগে না। বরং তারা চিন্তা করতে থাকে যে ভাবেই হোক নিজেদের অনুরূপ দুর্বলতাগুলো প্রতিপক্ষের মধ্যেও ঢুকিয়ে দিতে হবে।
আর এটা সম্ভব না হলে অন্ততপক্ষে তার বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালাতে হবে যাতে জনগণ বুঝতে পারে যে, প্রতিপক্ষের যত গুণই থাক, সেই সাথে তাদের কিছু না কিছু দোষ ত্রুটিও আছে।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন